Friday 26 April, 2024

For Advertisement

উত্তরায় হেফাজতে ইসলামের বিক্ষোভ

27 March, 2021 12:43:01

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন কর্মী নিহত এবং শতাধিক কর্মী আহতের প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন মালেকা বানু স্কুল অ্যান্ড কলেজের সামনে বিক্ষোভ করে কওমি মাদ্রাসাভিত্তিক ধর্মীয় সংগঠনটি।

বিক্ষোভে সভাপতিত্ব করেন হেফাজতের উত্তরা জোনের আমির মাওলানা নাজমুল হাসান। প্রধান অতিথি ছিলেন হেফাজতের ঢাকা মহানগরের আমির জোনায়েদ আল হাবিব।

বিক্ষোভ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি কামাল উদ্দিন, মুফতি কেফায়েত উল্লাহ, বিলাল ইবনে মুসলিম, মুফতি ওয়াহেদুল আলম, মাওলানা আনিসুর রহমান প্রমুখ।

বক্তারা তিন জেলায় বিক্ষোভ করার সময় সংগঠনের নেতাকর্মী নিহতের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকারম মসজিদে মুসল্লিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের সঙ্গেও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সেখানে পুলিশের গুলিতে চারজন মারা যান, যাদেরকে নিজেদের কর্মী বলে দাবি করছে হেফাজত। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভের সময় একজন নিহত হন।

গতকালের হতাহতের ঘটনায় আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এছাড়া রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ধর্মভিত্তিক সংগঠনটি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore