- বাঁধাকপির এতো গুণ
- মনোনয়ন নেওয়া সবার তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক
- নির্বাচনের ১০ দিন আগে মাঠে নামবে বিজিবি, থাকবে ১৩ দিন
- মানকচু পোড়ায় চিংড়ি বাটা রেসিপি
- আরাভ খানের প্রযোজনায় রাখির সঙ্গে জুটি বাঁধছেন হিরো আলম
- গলা ব্যথা ও খুসখুসে কাশি সারাতে যা করবেন
- ভালো শুরু করেও শেষে খেই হারালো বাংলাদেশ, ৯ উইকেটে সংগ্রহ ৩১০
- নির্বাচনে বাধা দিলে আইনি ব্যবস্থা: ইসি আনিছ
- অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড
- একই আসনে লড়বেন জিএম কাদের ও আরাফাত

জাপানের উপহারের ৭ লাখ ৮১ হাজার টিকা আসছে আগামীকাল

জাপান থেকে আরও ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা দেশে আসছে আগামীকাল শনিবার। আজ শুক্রবার (২০ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী ফেসবুকে লিখেছেন, জাপান থেকে আরও ৭৮১,০০০ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে। তিনি জানান, আগামীকাল বিকেলে টিকাগুলো ঢাকায় পৌঁছাবে।
সূত্র জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৭ লাখ ৮১ হাজার লাখ টিকার চতুর্থ চালান ঢাকায় আসবে। শনিবার (২০ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের এ অ্যাস্ট্রেজেনেকার টিকা পৌছাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান আসে। ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান আসে। আর গত ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: