Tuesday 19 March, 2024

For Advertisement

আজকে প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না: শেখ হাসিনা

19 March, 2021 9:51:49

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালে নির্মমভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। হত্যার পর কত রকমের মিথ্যা অপপ্রচার চালানো হয়। কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। আজকে প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, শ্রীলঙ্কা আমাদের ঘনিষ্ঠ বন্ধু। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে শ্রীলঙ্কা সম-মনোভাব পোষণ করে। বাংলাদেশের জনগণের পক্ষে শ্রীলঙ্কার জনগণের প্রতি গভীর শ্রদ্ধা জানায় মুজিববর্ষের অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য রাখায় ধন্যবাদ জানায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি লাভরফকে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।‘মুজিব চিরন্তন’দশ দিনব্যাপী অনুষ্ঠানমালার আজকের থিম ‘যতকাল রবে পদ্মা যমুনা’।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস এবং তিন বাহিনীর প্রধান উপস্থিত আছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore