- শেষ হলো ৫ দিনব্যাপী জোড় ইজতেমা
- ঢাকায় ভারতীয় দূতাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন
- চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আজ
- চিন্ময়ের পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী, জামিন শুনানি ২ জানুয়ারি
- বেনামে শেয়ার কিনে ব্যাংক দখল ঠেকানোর উদ্যোগ, নীতিমালা প্রণয়ন
- শেষ হলো ৫ দিনব্যাপী জোড় ইজতেমা
- মমতার বক্তব্যকে স্বাধীনতা-সার্বভৌমত্বের হুমকি বললেন ফখরুল
দেশজুড়ে ডেঙ্গুর ভয়াবহতা, একদিনে শনাক্তের নতুন রেকর্ড
দেশে করোনার ন্যায় ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু রোগ। প্রতিদিনই নতুন রোগী শনাক্তের রেকর্ড গড়ছে রোগটি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৯৪ জনই রাজধানীর। ঢাকার বাইরে দুজন।
শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের এক অনলাইন বুলেটিনে জানায়, গত ২৪ ঘণ্টায় ১৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এরমধ্যে ঢাকায় ১৬৪ জন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক অনলাইন বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ডেঙ্গু সন্দেহে মারা যাওয়া তিনজন রোগীর তথ্য পর্যালোচনার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তবে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি আইইডিসিআর।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: