ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

টুঙ্গিপাড়া-ওড়াকান্দি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে : র‌্যাব ডিজি

15 March 2021, 8:58:22

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ও কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শন করেছেন র‌্যাব মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন।

আজ সোমবার বিকেলে তিনি হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়া আসেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। এরপর তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। পরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। এরপর তিনি কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুর বাড়ি যান এবং সেখানেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন।

এ সময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক আজাদ হোসেন, ডিআইজি খোরশেদ আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর প্রমূখ উপস্থিত ছিলেন।

র‌্যাব মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা সবার সহযোগিতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছি। আমরা সবাই যেহেতু এক সাথে কাজ করছি তাতে ওনার সফর আমরা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। ওড়াকান্দি গ্রাম হলেও এখানে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। আমরা চমৎকার ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারব বলে আশা করছি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: