
ভুটানের রাজাকে আম ও কাঁঠাল উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের জন্য বাংলাদেশের আম ও কাঁঠাল উপহার হিসেবে পাঠিয়েছেন বলে জানা গেছে।
২০১৭ সালে ভুটান সফরে গেলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দেশটির রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে মঙ্গলবার বিকেলে ভুটানের রাজা ও দেশটির প্রধানমন্ত্রীর জন্য এ উপহার সামগ্রী পাঠানো হয়। এর মধ্যে রয়েছে দুই হাজার কেজি আম এবং কাঁঠালসহ মোট ১৫০ কার্টন ফল।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী এদিন বিকেলে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে ভুটানের প্রতিনিধি মিস্টার গ্রুরমের কাছে হস্তান্তর করা হয়। তার আগেই ফলের কার্টনগুলো বুড়িমারী স্থলবন্দরে এনে মজুত করা হয়।
এর আগে দেশের বুড়িমারী স্থলবন্দর দিয়ে মঙ্গলবার ফল পাঠানোর ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের (রাষ্ট্রাচার অনুবিভাগ, সফর শাখা-২) সহকারী সচিব মো. জাবের হায়দার স্বাক্ষরিত একটি চিঠি দিয়ে জানানো হয়। চিঠিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় উক্ত ভিভিআইপি উপহারসামগ্রী বুড়িমারী স্থলবন্দর দিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, বুড়িমারী কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার, স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভূঁঞা ও আরো অনেকে।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: