- সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক পাতাল রেল: প্রধানমন্ত্রী
- ‘নজরুলের মানবিকতা বাংলাদেশ বিনির্মাণে অনুপ্রেরণা যোগাবে’
- ১২ কেজির সিলিন্ডারে দাম বাড়ল ২৬৬ টাকা
- শ্রীনগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- ২৪ ফেব্রুয়ারি আবারও হামলা শুরু করতে পারে রাশিয়া: ইউক্রেন
- বাইডেনের বাড়িতে ৪ ঘণ্টা তল্লাশি এফবিআইয়ের
- ফের আসতে পারে শৈত্যপ্রবাহ
- এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
- জামানত হারালেন হিরো আলম

ভার্চুয়াল আদালতে ৪০ কার্যদিবসে ১০১৭ শিশুর জামিন

ভার্চুয়াল আদালত শুরুর পর থেকে ৪০ কার্যদিবসে ১০১৭ শিশুকে জামিন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১০ জুন ঢাকাটাইমসকে বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান।
এদিকে ১ লাখ ২০ হাজার ১৮১টি জামিন আবেদনের শুনানি করে ৬১ হাজার ৬৩০ জন আসামিকে জামিন দিয়েছে দেশের অধস্তন ও বিচারিক ট্রাইব্যুনাল।
ব্যারিস্টার সাইফুর রহমান বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ৩৯ কার্যদিবসে ১ লাখ ২০ হাজার ১৮১টি জামিন আবেদনের শুনানি করে ৬০ হাজার ৪৮৯ আসামিকে জামিন দেয়া হয়েছে। আর ৪০ কার্যদিবসে জামিন পেয়েছে ১০১৭ শিশু।
তিনি আরও জানান, গত ৯ জুন দেশের অধস্তন ও বিচারিক আদালতগুলোতে ২৪৯০টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানি শেষে ১১৪১ জন হাজতিতে মুক্তি দেয়া হয়।
করোনা পরিস্থিতি মোকাবেলায় গত ৫ এপ্রিল সীমিত পরিসরে কোর্ট খোলা রাখার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বেঞ্চ অনেকাংশেই ভার্চ্যুয়ালি পরিচালনা করা হচ্ছে। এছাড়া দেশের মহানগর ও জেলা আদালতগুলোতে একটি করে ম্যাজিস্ট্রেট কোর্টে ভার্চুয়ালের পাশাপাশি কিছু কিছু আদালত শারীরিক উপস্থিতির মাধ্যমে মামলা পরিচালনা করছেন।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: