ইন্টারনেট
হোম / আইন-আদালত / বিস্তারিত
ADS

জামিন বা আত্মসমর্পণের আদেশের মেয়াদ বাড়ল ৪ সপ্তাহ

30 May 2021, 6:27:31

যেসব মামলায় এরইমধ্যে জামিনের মেয়াদ শেষ হয়েছে বা উচ্চ আদালত কর্তৃক আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের মেয়াদ শেষ হয়েছে সেসব ক্ষেত্রে জামিন বা আত্মসমর্পনের আদেশের মেয়াদ আরো চার সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে যেসব অন্তবর্তীকালীন আদেশের মেয়াদ শেষ হয়েছে সেসব ক্ষেত্রেও আদেশের মেয়াদ চার সপ্তাহ বাড়ানো হয়েছে।

এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে রবিবার নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এর আগে গত ৪ ও ১৮ এপ্রিল এবং ২ মে সুপ্রিম কোর্ট থেকে জামিন বা আত্মসমর্পনের আদেশের মেয়াদ বাড়িয়ে নির্দেশনা জারি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় নতুন নির্দেশনা জারি করা হলো।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: