বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হাইকোর্টের বিচারপতি ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের নিউজ আপডেটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ৩১ আগস্ট বিচারপতি আখতারুজ্জামান পদত্যাগপত্র জমা দেন।
অনিয়মের অভিযোগে তদন্তের মুখে থাকা এ বিচারপতিকে চলতি বছরের ১ জুলাই সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। ব্যাখ্যা দেওয়ার পর তিনি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।
রাষ্ট্রপতি এর আগে গত ২৩ মার্চ বিচারপতি আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতি ও তৎকালীন সরকারপন্থী কর্মকাণ্ডের অভিযোগে হাইকোর্টের মোট ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। তাদের মধ্যে ছিলেন বিচারপতি আখতারুজ্জামানও। প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল অভিযোগের তদন্ত শুরু করে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারপতি আখতারুজ্জামান। একই মামলায় তারেক রহমানসহ আরও পাঁচ আসামিকে ১০ বছর করে সাজা দেওয়া হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: