Friday 10 May, 2024

For Advertisement

প্রধান বিচারপতির বাসভবনে হামলা জাতির জন্য লজ্জা: অ্যাটর্নি জেনারেল

29 October, 2023 11:28:29

প্রধান বিচারপতির বাসভবনে হামলাকে লজ্জাজনক ঘটনা বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি প্রধান বিচারপতির বাসভবনে হামলা পুরো জাতির জন্যে একটি লজ্জার বিষয়। সংবিধানের অন্যতম স্তম্ভ হলো বিচার বিভাগ। প্রধান বিচারপতি সেই বিভাগের প্রতীক। তার বাসায় হামলার মাধ্যমে পুরো বিচার বিভাগের ওপরই হামলার চেষ্টা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধান বিচারপতি কোনো ব্যক্তি নন, তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাই হামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত মামলা হবে।’

অ্যাটর্নি বলেন, ‘এ কাজ যারা করেছেন তাদের প্রতি ঘৃণা জানানোর ভাষা আমার নেই। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।’

তিনি বলেন, ‘একজন পুলিশকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করাও ন্যক্কারজনক কাজ। হামলাকারীদের আঘাতে মৃত্যুর পরেও পুলিশ সদস্যকে পেটানো হয়েছে। এটা দেখে গাজায় ইসরাইলি বর্বরতার কথা মনে হয়। হামলাকারীদের চূড়ান্ত শাস্তি প্রদান করতে হবে।’

এদিন সুপ্রিমকোর্ট বার আয়োজিত প্রতিবাদ সভায় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রধান বিচারপতির বাসভবনে হামলা মানে সংবিধানের ওপর হামলা। জিয়ার সামরিক শাসনকে অবৈধ করা হয়েছে বলেই প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা হয়েছে। তবে জনগণকে জিম্মি করে তাদের আন্দোলন সফল হবে না। আগামী নির্বাচনে এর জবাব পাবে তারা।’

এ ছাড়া পৃথক বিবৃতিতে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যা ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore