ইন্টারনেট
হোম / আইন-আদালত / বিস্তারিত
ADS

আইনজীবী মুক্তির সঙ্গে পুলিশের আচরণ অসৌজন্যমূলক: ঢাকা আইনজীবী সমিতি

20 April 2021, 10:26:43

ঢাকা বারের সাবেক কার্যকরী পরিষদের সদস্য আইনজীবী নারগিস পারভীন মুক্তির সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।

মঙ্গলবার বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।

এতে স্বাক্ষর করেন সমিতির সভাপতি আব্দুল বাতেন ও সাধারণ সম্পাদক হযরত আলী।

প্রতিবাদলিপিতে বলা হয়, আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। সমিতি এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। ভবিষ্যতে কোনো আইনীবীর সঙ্গে যেন এরুপ আচরণ না করা হয়। এজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

লকডাউনের মধ্যে গতকাল সোমবার সিএমএম আদালতে এই আইনজীবী প্রবেশ করেন। তার গলায় আইডি কার্ড থাকা সত্ত্বেও পুলিশ বার বার জিজ্ঞাসাবাদ করে। এসময় আইনজীবী ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডা হয়।সূত্রঃ ঢাকা টাইমস

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: