Saturday 27 April, 2024

For Advertisement

করোনায় মারা গেলেন আইনজীবী রোজিনা

16 April, 2021 10:19:03

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রোজিনা চৌধুরী (জেনি)।

শুক্রবার দুপুরে রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোজিনা চৌধুরী এক সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং গত তিন দিন যাবত লাইফ সাপোর্টে ছিলেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়।

তিনি ১৯৯২ সালের ১০ মে আইন পেশার সনদপ্রাপ্ত হয়ে একই বছরের ৯ জুন ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। পরে ১৯৯৫ সালের ১২ আগস্ট হাইকোর্টে আইন পেশা পরিচালনার অনুমতি প্রাপ্ত হন।

১৯৯৬ সালের ১১ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যভুক্ত হন। মরহুমার পিতা ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মরহুম অ্যাডভোকেট মো. খলিলুর রহমান।

এই আইনজীবীর মা ও বড় বোন করোনা আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore