Friday 26 April, 2024

For Advertisement

হাইকোর্টে ৩৫ বেঞ্চের দাবিতে সুপ্রিম কোর্ট চত্বরে মিছিল-মানববন্ধন

11 April, 2021 6:53:32

হাইকোর্ট বিভাগে চারটি বেঞ্চের পরিবর্তে বেঞ্চের সংখ্যা বাড়িয়ে ৩৫টি করার দাবিতে রবিবার দুপুরে প্রধান বিচারপতির কাছে আবেদন দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। একইসঙ্গে আইনজীবীরা সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর নেতৃত্বে এ কর্মসূচিতে সমিতির সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজা, ব্যারিস্টার শেখ ওবায়দুর রহমান, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আব্দুল মান্নান মোহন, অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট কবির ফরায়েজি তালুকদার, মো. ঈসা, রেজাউল ইসলাম রিয়াজ, মো. মাসুদ রানা, মোস্তাফিজুর রহমান আহাদ, অ্যাডভোকেট বাদল, ব্যারিস্টার এবিএম গোলাম মাওলা তাজ প্রমুখ আইনজীবী অংশ নেন।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন আইনজীবীরা। এর আগে তারা প্রধান বিচারপতির কাছে দাবি সম্বলিত আবেদন দেন। তারা হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল বেঞ্চের সংখ্যা বাড়ানো এবং অধস্তন আদালত (জেলা জজ ও দায়রা জজ) খুলে জামিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে শুনানির অনুমতি দেওয়ার দাবি জানান। তারা দেশের সকল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণের সুযোগ করে দেওয়া, আসামিদের জামিন শুনানি, নতুন মামলা দাখিল ও শুনানির ব্যবস্থা করাসহ সকল মামলা শুনানির ব্যবস্থা করার দাবি জানান।

করোনা ভাইরাসের সংক্রমনে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত ৫ এপ্রিল থেকে সারা দেশে সুপ্রিম কোর্টসহ সকল অধস্তন আদালতে সীমিত পরিসরে বিচার কার্যক্রম চলছে। এরইমধ্যে সরকার আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের ঘোষনা দিয়েছে। এ অবস্থায় আইনজীবীরা ভার্চূয়ালি হাইকোর্টের বেঞ্চ সংখ্যা বাড়ানোর দাবিতে আবারো মানববন্ধন করলেন। এর আগে গত সপ্তাহে তারা একই দাবিতে মানববন্ধন করেছিলেন।

এদিকে অধস্তন আদালত খুলে দেওয়ার দাবিতে এরইমধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট জেলা আইনজীবী সমিতি পৃথকভাবে প্রধান বিচারপতির কাছে আবেদন দিয়েছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore