Saturday 18 May, 2024

For Advertisement

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের জন্য বিচারপতির নাম চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি

23 September, 2021 7:59:42

১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধীদের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণে একজন বিচারপতির নাম চেয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘একজন বিচারপতির নাম চেয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে। নাম পেলেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য করার জন্য শিগগিরই হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নাম মনোনীত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে পরিবর্তন আনার লক্ষ্যে আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানা গেছে।

বিচারপতি আমির হোসেন গত ২৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে ৩ সদস্যের ট্রাইব্যুনালে বিচারকের সংখ্যা হয়ে যায় দুইজন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore