Friday 17 May, 2024

For Advertisement

হাইকোর্টের পাশাপাশি খুলল অধস্তন আদালতও

11 August, 2021 8:12:18

হাইকোর্টের ধারাবাহিকতায় এবার দেশের সকল অধস্তন আদালত খুলে দেওয়া হলো। এখন থেকে অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালিত হবে। এই বিচার কাজ পরিচালিত হবে ভার্চুয়ালি। তবে কোনো কোর্ট যদি সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে তবে সেই আদালত শারীরিক উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ করতে পারবে। এবিষয়ে প্রধান বিচারপতির নির্দেশে বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ায় নিম্ন আদালত খুলে দেওয়া হলো। এরআগে একই প্রেক্ষাপটে বুধবার থেকেই হাইকোর্টের সকল বেঞ্চ ভার্চুয়ালি খুলে দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগে ৫৩টি বেঞ্চ বসে। গত ৮ আগস্ট প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের ৫৩টি বেঞ্চ গঠন করে আদেশ দেন। এরপর ৯ আগস্ট ৫৩টি বেঞ্চ গঠন করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চ বসে বিচার কাজ পরিচালনা করেন।

তবে এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত ৩০ জুন থেকে আদালতের বিচার কার্যক্রম সীমিত করা হয়। লকডাউনের কারণে স্বাভাবিক বিচার কাজ বন্ধ হলেও জরুরী বিষয় শুনানির জন্য হাইকোর্ট বিভাগে মাত্র ৩টি বেঞ্চ গঠন করা হয়। আর সারা দেশে নিম্ন আদালতে স্বাভাবিক বিচার কাজ বন্ধ ঘোষনা করে সুপ্রিম কোর্ট প্রশাসন। যদিও পরবর্তীতে ধাপে ধাপে কিছু কিছু আদালতের বিচারিক এখতিয়ার বাড়িয়ে আদেশ জারি করা হয়।

খুললো অধস্তন আদালত

নিম্ন আদালত খোলার বিষয়ে বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, দেশের সকল অধস্তন দেওয়ানী ও ফৌজদারী আদালত এবং ট্রাইব্যুনালে স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালিত হবে। দেওয়ানী ও ফৌজদারী মোকদ্দমা/মামলায় বিচারক প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক উপস্থিতিতে অথবা ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং এই কোর্ট কর্তৃক জারীকৃত এত সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসরণপূর্বক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সকল প্রকার বিচার কার্যক্রম পরিচালনা করবেন। তবে, বিচারক প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণপূর্বক শারীরিক উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম সম্পন্ন করবেন। এছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় নিশ্চিতকরণ এবং সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নিমিত্ত জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনাক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এই আদেশ প্রতিপালনে কোনরূপ সমস্যা দেখা দিলে প্রয়োজনে বাংলাদেশ সুপ্রীম কোর্টের নির্দেশনা চাওয়া যাবে। এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।”

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore