Friday 26 April, 2024

For Advertisement

আজ ছুটির মধ্যেও বসছেন হাইকোর্টের ৩৬টি বেঞ্চ

19 July, 2021 10:11:50

পবিত্র ঈদুল আজহা ও অবকাশকালীন ছুটি মিলিয়ে ১৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ। তবে বিচারপ্রার্থী ও আইনজীবীদের সুবিধার্থে এই ছুটির মধ্যেও আজ ১৯ জুলাই হাইকোর্ট বিভাগে ৩৬টি বেঞ্চ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে ২৩টি দ্বৈত বেঞ্চ এবং ১৩টি একক বেঞ্চ বসছেন। বিচারকাজ পরিচালিত হচ্ছে পুরোপুরি ভার্চুয়ালি। এসব বেঞ্চের এখতিয়ারও নির্ধারণ করে দেওয়া হয়েছে। হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বাতিল করে ৩৬টি বেঞ্চ রাখা হয়েছে।

এ বিষয়ে গত শুক্রবার (১৬ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্বাক্ষরে বিজ্ঞপ্তি জারি করা হয়। চলমান লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল করার প্রথম দিন গত ১৫ জুলাই হাইকোর্ট বিভাগে ৩৮টি বেঞ্চ বসেন, কিন্তু এরই মধ্যে ঈদুল আজহা ও অবকাশকালীন ছুটি চলে এসেছে।

এ অবস্থায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে চলতি সপ্তাহে এসব আদালত চালু রাখার আবেদন করা হয়। এ অবস্থায় প্রধান বিচারপতি আদালত খোলা রাখার সিদ্ধান্ত জানান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore