- অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার সময়োচিত সংস্কারের প্রশংসায় ব্লুমবার্গ
- তুরস্কে ফুয়েল লোডিং অনুষ্ঠানে যোগ দিতে পারেন পুতিন
- প্যাটার্ন লক ভুলে গেলে রিসেট করুন নিজেই
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নষ্ট করেছে বিএনপি: কাদের
- বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যবসায়ীদের সতর্ক করলেন ইউএনও
- প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
- এবারের আইপিএলে যত নতুন নিয়ম
- মা ও স্ত্রীকে নিয়ে ওমরাহ করতে গেলেন শাহরিয়ার নাজিম জয়
- যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে নতুন বিশ্ব ব্যবস্থার দিকে চীন

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বরবটির সালাদ খান

মহামারি করোনাকালে সুস্থ থাকাটা জরুরি। শরীর সুস্থ থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। মহামারি ছাড়াও প্রচণ্ড গরমে আমরা অনেকেই দুর্বল হয়ে পড়ি। যার ফলে সহজেই শরীরে বাসা করতে পারে এই ভাইরাসটি। তাই সবার আগে প্রয়োজন নিজের শরীরের ভেতরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে গড়ে তোলা।
এর জন্য আমাদের জীবনধারা এবং খাদ্যাভাস সঠিকভাবে পরিবর্তন করা খুবই দরকার।
এই প্রচণ্ড গরমে আমরা অনেকেই সহজপাচ্য খাবার খেতে চাই যাতে হজমের সমস্যা না হয়। আবার পেটও ভরা থাকে।
সহজপাচ্য খাবার মধ্যে অনেকেরই মাথায় আসে স্যালাদ। সবুজ সালাদ সকলেরই খুব প্রিয়।
এই সালাদে আপনাকে যোগ করতে হবে একটি বিশেষ উপাদান। এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে।
সেই উপাদানটি হলো বরবটির বীজ। সবুজ সবজি এবং ফল এই মুহূর্তে খাওয়া কতটা দরকারি তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই।
উপকরণ
এক কাপ বরবটির বীজ, একটি মাঝারি সাইজের কুচি করা টমেটো, একটি কুচি করা শসা, একটি পাকা আম, ৫০, গ্রাম চিজের টুকরো, চার ভাগের এক ভাগ এবং কুচি করা পিনাট , কুচি করা ধনেপাতা।
প্রণালি
বরবটির বীজগুলোকে ৪ থেকে ৬ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর প্রেসার কুকারে সিদ্ধ করে নিন। সিদ্ধ করার সময় কম পানি ব্যবহার করুন।
একটি বড় বাটি নিন এবং তাতে সিদ্ধ বীজগুলোর সঙ্গে টমেটো, শসা এবং চিজ মিশিয়ে নিন। এবারে সঙ্গে পিনাট মিশিয়ে আরেকবার নাড়িয়ে নিন। স্বাদমতো লবণ দিয়ে দিন। চাইলে কাঁচা মরিচ কুচিও দিতে পারেন। উপর থেকে ছড়িয়ে দিন কুচি করা ধনেপাতা।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: