ইন্টারনেট
হোম / স্বাস্থ্য / বিস্তারিত
ADS

ডায়রিয়া হলে যে খাবার খাবেন

3 February 2023, 6:35:12

আমাদের দেশে ডায়রিয়া খুব সাধারণ এক স্বাস্থ্য সমস্যা। সাধারণভাবে বারবার পায়খানা হলে এবং পায়খানা পানির মতো তরল হলে তাকে ডায়রিয়া বলে। ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে যায়। তখন শরীরে পানিশূন্যতা দেখা দেয়। কারও কারও ক্ষেত্রে ডায়রিয়া একদিন থেকে কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

সাধারণত সংক্রমণ হলে ডায়রিয়া দেখা দেয়। এটা ব্যাকটেরিয়াল, ভাইরাল কিংবা কৃমির কারণে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে খাবার বা পানি থেকে এ সমস্যা হয়।

বিশেষজ্ঞদের মতে, প্রচুর তরল গ্রহণের মাধ্যমে ডায়রিয়া নিয়ন্ত্রণ করা যায়। প্রাথমিক অবস্থায় ডায়রিয়া নিয়ন্ত্রণে দিনে আট থেকে ১০ গ্লাস তরল গ্রহণ করা প্রয়োজন। এ ছাড়া প্রতিবার টয়লেটে যাওয়ার পর এক কাপ পরিমাণে তরল খাবার খাওয়া উচিত।

এ ছাড়া খাবার এবং পুষ্টি গ্রহণের মাধ্যমেও ডায়রিয়া নিয়ন্ত্রণ করা যায়। ‘ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন’ এর তথ্য অনুযায়ী ডায়রিয়া হলে উচ্চ পটাশিয়ামযুক্ত খাবার যেমন-কলা, আলু, ফলের রস খাওয়া উচিত। এ ছাড়া পিনাট বাটার, চামড়া ছাড়া মুরগি বা টার্কিও ডায়রিয়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

ডায়রিয়া হলে টক দই খেতে পারেন। বিশেষজ্ঞদের মতে, দইয়ে থাকা প্রবায়োটিক পাতলা পায়খানা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তবে একবারে খুব বেশি পরিমাণে দই খাওয়া ঠিক নয়।

কারও যদি পায়খানার সঙ্গে রক্ত যায়, প্রসাবের পরিমাণ কমে যায়, অতিরিক্ত পানি পিপাসা লাগে, মুখ শুকিয়ে যায়, শরীর নিস্তেজ হয়ে পড়ে তাহলে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: