- নিবন্ধন সম্পন্ন, ভোটার তালিকায় নাম উঠছে জোবাইদা রহমানের
- ব্রাহ্মণবাড়িয়ার ৫ ওসিসহ আট পুলিশ কর্মকর্তা বদলি
- চার দিনের রিমান্ডে সাবেক সিইসি নূরুল হুদা
- কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
- এইচএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ
- মিরাজের অধিনায়কত্বে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা
- আত্মাহুতি দিয়ে স্কাউটিংয়ের নজির বিশ্বের ইতিহাসে নেই: প্রধান উপদেষ্টা

মায়ের পর জুটি বাঁধলেন মেয়েও

সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের সুর ও সংগীতায়োজনে গাইলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির মেয়ে রোদেলা। ‘বাধাহীন মনের গল্প’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
গানটি লিখেছেন মারুশা। হাবিবের স্টুডিওতে শুক্রবার গানটির রেকর্ডিং হয়েছে।
২০০৬ সালে হাবিব ওয়াহিদের সংগীত পরিচালনায় ‘হৃদয়ের কথা’ সিনেমার গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে সংগীতাঙ্গণে পা রেখেছিলেন ন্যান্সি। মুক্তির পর বেশ আলোচনায় ছিলেন তিনি। তার গাওয়া গান মন জয় করেছিলেন শ্রোতাদের। এরপর একসঙ্গে অনেক গান গেয়েছেন হাবিব-ন্যান্সি।
নতুন গান প্রসঙ্গে রোদেলা বলেন, গানটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ আমি এর আগে যে ধরনের গান করেছি, এটা একেবারের ভিন্ন। নতুন গানটি মেলো-রক ঘরানার।
হাবিবের সঙ্গে রোদেলার কাজ করার প্রসঙ্গে ন্যান্সি বলেন, বছর তিনেক আগে রোদেলা আমাকে একদিন বলে, আমিও হাবিব আংকেলের সঙ্গে গাইব। তখন ও অনেক ছোট, গলাও সেভাবে প্রস্তুত ছিল না।
কিছুদিন আগে রোদেলার দ্বিতীয় মৌলিক গান ‘তোমাকে চাই’ রেকর্ড করে হাবিব ভাইয়ের কাছে পাঠিয়েছিলাম। এটি শুনে ‘বাধাহীন আমার মনের এই গল্প’ গানটি আমাকে পাঠিয়ে বলেন, রোদেলার গলায় তুলে তাকে পাঠাতে। আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম। এভাবেই নতুন গানটির জন্ম।
‘বাধাহীন আমার মনের এই গল্প’ গানটি প্রকাশ হবে হাবিবের ইউটিউব চ্যানেলে। শিগগিরই এটি প্রকাশ হওয়া কথা রয়েছে।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: