ইন্টারনেট
হোম / বিনোদন / বিস্তারিত
ADS

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদ জানালেন বুবলী

20 May 2021, 12:00:13

গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনের ওপর ইসরাইলি বর্বর হামলা চলছে। টানা ৮ম দিনের মতো অব্যাহত এ হামলায় মঙ্গলবার পর্যন্ত ২১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬১ জনই শিশু।

গাজা ও পশ্চিম তীরে ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে ছবিসংবলিত একটি পোস্ট করেন।

বুবলী তার পোস্টে লেখেন, ‘করোনার এই সময় যখন মানবিকতা, মহানুভবতা, ভালোবাসা, মায়া-মমতার এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনই উল্টো এক চিত্র ফিলিস্তিনে! রমজান মাস এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশটিতে নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরাইলি সেনারা! ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নৃশংসতা অতীতের সব বর্বরতাকে ছাড়িয়ে গেছে। দফায় দফায় বিমান হামলায় শিশুদের সারি সারি লাশ, মানুষের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর! উফ্, ভাবতেই গা শিওরে ওঠে।’

বুবলী তার ফেসবুকে আরও বলেন, ‘নির্বিচারে হামলা চালিয়ে ইসরাইলিরা হত্যা করছে ফিলিস্তিনিদের। যেন পৃথিবীর বুকে জবাবদিহি চাওয়ারও কেউ নেই! এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে? জাগবে বিশ্ববিবেক? কবে থামবে নারকীয় এই তাণ্ডব?’

বুবলী ফিলিস্তিনে নারকীয় হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান। তিনি লেখেন, ‘বন্ধ হোক গণহত্যা। জয় হোক মানবতার। তৈরি হোক ভালোবাসার পৃথিবী।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: