ইন্টারনেট
হোম / বিনোদন / বিস্তারিত
ADS

অবশেষে এবার ঈদে ডিপজল-মৌসুমীর ‘সৌভাগ্য’

11 May 2021, 4:28:59

২০১১ সালে শুটিং শুরুর পর অবশেষে এবার ঈদে মুক্তি পাচ্ছে ডিপজল ও মৌসুমী অভিনীত সিনেমা সৌভাগ্য। ২০১১ সালে শুটিং শুরুর পর শেষ হয় ২০২০ সালের শেষ দিকে। মোট সময় লেগেছে ৯ বছর।

করোনার কারণে ঈদে নতুন সিনেমা মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রযোজক-নির্মাতারা সিদ্ধান্তহীনতায় রয়েছেন। তবে এরমধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

ডিপজল বলেন, মহামারির মধ্যেই দর্শকদের ঈদের বিনোদন দেওয়ার জন্য সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। ঈদে নতুন সিনেমা আসবে না- বিষয়টা কেমন হয়ে যায়। তবে যেসব প্রেক্ষাগৃহে সিনেমাটি চালানো হবে তাদের বলে দিয়েছি, যাতে স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের সিনেমা দেখার সুযোগ করে দেয়।

তিনি বলেন, সবাই জানেন, আমি গল্পনির্ভর সিনেমা করি। এই ছবিটিও ভালো গল্পে তৈরি। দর্শক নিরাশ হবেন না।

সৌভাগ্য নির্মিত হয়েছে অমি বনি কথাচিত্রের ব্যানারে। এফ আই মানিক পরিচালিত সিনেমাটিতে ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। আরও আছেন কাজী মারুফ, তমা মির্জা, হাসান মাসুদ প্রমুখ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: