- আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ২৫ হাজার কোটি টাকা
- সরকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর: ড. ইউনূস
- হিজবুল্লাহর রকেটের আঘাতে কাঁপল ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর
- পালিয়ে দিল্লি গেলেন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল
- সাবের হোসেন চৌধুরীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- শীত কবে আসবে, জানালো আবহাওয়া অফিস
- শেরপুরে বন্যায় ৮ জনের প্রাণহানি
শেষ হলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৩তম আসর
৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জুড়েই ছিল নোম্যাডল্যান্ডের জয়ধ্বনি। প্রথম অশ্বেতাঙ্গ ও দ্বিতীয় নারী হিসেবে সেরার খেতাবজয়ী পরিচালক ক্লোয়ি ঝাউ গড়েছেন ইতিহাস। ফ্র্যান্সিস ম্যাকডরম্যান্ড এ সিনেমায় অভিনয়ের জন্যই তৃতীয়বারের মতো সেরা অভিনেত্রীর অস্কার জিতে পেছনে ফেলেছেন মেরিল স্ট্রিপকে। তবে সেরা অভিনেতার খেতাবজয়ী অ্যান্থনি হপকিন্সও কম যান না। ৮৩ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতা সবচেয়ে বেশি বয়সে অস্কারজয়ী।
সন্ধ্যা নামতেই লাল গালিচায় একের পর এক তারকাদের আগমন। করোনার কারণে প্রথমবারের মতো দুটি ভিন্ন ভ্যেনুতে আয়োজিত হয় ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। যুক্তরাষ্ট্রের লস অ্যঞ্জেলেসের ডলবি থিয়েটারের পাশাপাশি ইউনিয়ন রেলস্টেশনে চলে বিশেষ আয়োজন ‘অস্কার: ইন্টু দ্যা স্পট লাইট।’ মোট ২৫টি ক্যাটারগিতে দেয়া হয় পুরস্কার।
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কারে এবার জয়জয়কার ছিল নোম্যাডল্যান্ডের। সেরা চলচ্চিত্রসহ তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জেতে সিনেমাটি। তবে ইতিহাস গড়েছেন এশীয় বংশোদ্ভূত ক্লোয়ি ঝাউ। প্রথম অশ্বেতাঙ্গ নারী নির্মাতা হিসেবে সেরা পরিচালকের খেতাব জিতেছেন তিনি। এছাড়া সেরা অভিনেত্রীর হিসেবে জীবনের দ্বিতীয় অস্কারটি জিতেছেন ফ্রান্সিস ম্যাকডরম্যান্ড।
দ্যা ফাদার ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে তৃতীয়বারের মতো অস্কার জিতেছেন ৮৩ বছর বয়সী অ্যান্থনি হপকিনস। এছাড়া ‘সাউন্ড অফ মেটাল’ সিনেমার ঝুলিতে গেছে চলচ্চিত্র সম্পাদনা ও শব্দ বিভাগের অস্কার।
বিদেশি ভাষার চলচ্চিত্রে সেরার খেতাব পেয়েছে ডেনমার্কের সিনেমা অ্যানাদার রাউন্ড। এছাড়া সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের স্বীকৃতি পেয়েছে পিট ডক্টর পরিচালিত ‘সোউল’।
করোনা বাস্তবতায় এই প্রথমবারের মতো একটি রেল স্টেশনে সাজানো হয় অস্কারের মঞ্চ। নির্ধারিত সময়ের চেয়ে দুই মাস দেরিতে অনুষ্ঠিত হলো এবারের আসর।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: