- শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ দাখিল
- বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে বয়ানে থাকছেন যারা
- প্রধান উপদেষ্টার নেতৃত্বে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন
- ৬ দফায় কত বাড়ল স্বর্ণের দাম
- ডান কাঁধে প্রচণ্ড ব্যথা, বাসা বাঁধতে পারে যে রোগ
- মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৭ অভিবাসী আটক
- আয়নাঘরে বন্ধুকে কীভাবে হত্যা করা হয়, জানালেন ফারুকী
- অপারেশন ডেভিল হান্ট অভিযানে সুনামগঞ্জে গ্রেফতার আরও ৭
- হাড় মজবুত করে বড়ই
- ফোন চুরি হলে সঙ্গে সঙ্গে যা করবেন

ভক্তদের দুঃসংবাদ দিলেন অনন্ত-বর্ষা

এবারের ঈদে মুক্তি পেয়েছে অনন্ত জলিল ও তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা অভিনীত ‘কিল হিম’ সিনেমা। এখনো সেটা চলছে ঢাকার বিভিন্ন হলে। শোনা যাচ্ছিল, কোরবানির ঈদে মুক্তি পাবে এ জুটির পরবর্তী ছবি ‘নেত্রী: দ্য লিডার’। অপেক্ষায় ছিলেন ভক্তরা। কিন্তু ঈদকে সামনে সেই ভক্তদের দুঃসংবাদ দিলেন অনন্ত-বর্ষা।
অনন্ত-বর্ষার পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে না তাদের ‘নেত্রী: দ্য লিডার’। এই ছবিটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। যৌথভাবে সেটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও বাংলাদেশের অনন্ত জলিল। অনন্ত অভিনয়ও করেছেন। যথারীতি তার বিপরীতে নেত্রী চরিত্রে আছেন স্ত্রী বর্ষা।
এই অভিনেত্রী গণমাধ্যমকে বলেছেন, ‘সিনেমার চরিত্রটি একেবারে নতুন ধরনের। এমন চরিত্রে আগে অভিনয় করিনি। দেশপ্রেম ও রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমার গল্প। আমার বিশ্বাস সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের কাছে ভালো লাগবে। তবে সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাচ্ছে না।’
অনন্ত-বর্ষা ছাড়াও ‘নেত্রী: দ্য লিডার’-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। বাংলাদেশ থেকে আছেন ইলিয়াস কাঞ্চন ও কাজী হায়াতসহ তুরস্কের কয়েকজন অভিনয়শিল্পীও। এদিকে, রোজার ঈদে মুক্তি পাওয়া অনন্ত-বর্ষার ‘কিল হিম’ ছবিটি পরিচালনা করেন মো. ইকবাল। এর মাধ্যমে প্রথমবার নিজেদের প্রযোজনার বাইরে অভিনয় করেছেন বলে দাবি অনন্ত-বর্ষার। ওই ছবিতে চিত্রনায়ক রুবেল ও খল অভিনেতা মিশা সওদাগরও আছেন


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: