ইন্টারনেট
হোম / বিনোদন / বিস্তারিত
ADS

এ রকম দুর্ঘটনা যেন কোনো পরিবারের ওপরে না আসে: অপু বিশ্বাস

6 April 2023, 2:20:25

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা ও সমাজের নানান বিষয়ে প্রায় শেয়ার করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

বুধবার রাতে অপু বিশ্বাস বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা স্মরণ করে নিজের পরিবারের ওপর দিয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

তিনি বলেন, ১৯৯৫ সাল তখন আমি অনেক ছোট। আগুনে পুড়ে যাওয়া কিছুই বুঝি না, শুধু দেখতাম মা-বাবা, কাকা, দিদি সবাই কান্না করছিল, বলছিল আমাদের সব শেষ।

তিনি আরও বলেন, বগুড়া নিউমার্কেটে আমাদের দুটি দোকান ছিল, পর দিন ঈদ সারারাত বাবা, কাকা চাঁদরাতে দোকানদারি শেষ করে বাসায় এসে ঘুমাচ্ছিল ভোরবেলা জানতে পারল আমাদের দুটি দোকান সহকারে পুরো নিউমার্কেট পুড়ে ছাই হয়ে গেছে।

অপু বলেন, তখন বুঝিনি আমাদের ওপর দিয়ে কী গেছে, কিন্তু আজকে বুঝতে পারছি, বঙ্গবাজারে ব্যবসায়ী পরিবারের ওপর দিয়ে কি যাচ্ছে।

তিনি বলেন, এ রকম মর্মান্তিক দুর্ঘটনা আর কখনো যেন কোনো পরিবারের ওপরে না আসে। উপরওয়ালা সহায় হোন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: