এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না: জয়া
কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন পাওয়ার ঘটনার জের ধরে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি মন্দিরে পর্যন্ত হামলা চালানো হচ্ছে।
সর্বশেষ রবিবার (১৭ অক্টোবর) রংপুরের পীরগঞ্জে হিন্দুদের অন্তত ২০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
এসব হামলার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। সেই কাতাকে যুক্ত হয়েছেন শিল্প-সংস্কৃতি-চলচ্চিত্র অঙ্গনের তারকারাও। এই তালিকায় রয়েছে জয়া আহসানও। জয়া বরাবরই দেশ-বিদেশের চলতি ইস্যু নিয়ে খুবই সচেতন এবং সে বিষয়গুলো নিয়ে নিয়মিতই লেখেন ফেসবুকে।
কিছুদিন আগেই তো ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননা পেয়েছেন এ অভিনেত্রী। পরিবেশ নিয়েও সোচ্চার জয়া।
ফেসবুকে জয়া আহসান রংপুরের একটি ছবি আপলোড করে জয়া লিখলেন, ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না।’ শুধু তাই নয়, প্রতিবাদে ফেসবুকে প্রোফাইল পিকচারও সরিয়ে দিলেন জয়া।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: