- নিবন্ধন সম্পন্ন, ভোটার তালিকায় নাম উঠছে জোবাইদা রহমানের
- চার দিনের রিমান্ডে সাবেক সিইসি নূরুল হুদা
- কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
- আত্মাহুতি দিয়ে স্কাউটিংয়ের নজির বিশ্বের ইতিহাসে নেই: প্রধান উপদেষ্টা
- এইচএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ
- ব্রাহ্মণবাড়িয়ার ৫ ওসিসহ আট পুলিশ কর্মকর্তা বদলি
- মিরাজের অধিনায়কত্বে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একা আটক

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা একাকে আটক করেছে পুলিশ। তাকে রাজধানীর হাতিরঝিল থানায় রাখা হয়েছে।
এই তথ্য নিশ্চিত হাতিরঝিল থানার ডিউটি অফিসার করেছেন এসআই হারুনুর রশীদ।
তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘চিত্রনায়িকা একার কাছে তার ৩৫ বছর বয়সী গৃহকর্মী টাকা পেতেন। সেই টাকা চাইতে গেলে তাকে মারধর করা হয়। পরে ওই গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে আজ বিকালে রামপুরার বন্ধুনিবাস অ্যাপার্টমেন্ট থেকে একাকে আটক করা হয়।’
হারুনুর রশীদ আরও জানান, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এছাড়া মারধরের শিকার গৃহকর্মীকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
১৯৯৮ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রঙিন রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে চিত্রনায়িকা একার। তবে প্রথম ছবিতে তেমন সাড়া ফেলতে পারেননি তিনি।
পরের বছর অর্থাৎ ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াতের ‘ধর’ ও ‘তেজি’ সিনেমায দুটির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান একা। দুটি ছবিতেই তার নায়ক ছিলেন প্রয়াত অ্যাকশন হিরো মান্না। এরপর রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো,অমিত হাসানদের সঙ্গে জুটি বেঁধেও তিনি সফলতা পান।
তবে চলচ্চিত্রে অশ্লীলতা শুরু হলে ধীরে ধীরে হারিয়ে যান একা। একেবারেই কমিয়ে দেন সিনেমায় অভিনয়। সর্বশেষ ২০০৮ সালে তাকে বাহাদুর সন্তান সিনেমায় দেখা গেছে। এরপর তাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: