- যেভাবে রাঁধবেন হাঁসের কাচ্চি ও কালাভুনা
- ঢাকার যে তিন জায়গা থেকে থেকে পদযাত্রা শুরু করবে বিএনপি
- চাকরি হারানো কর্মীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন গুগল
- এইচএসসির ফল ৮ ফেব্রুয়ারি
- বাথরুমের বালতিতে উপুড় হয়ে পড়ে শিশু আফিফার মৃত্যু
- খুঁটি পুঁতে হাজারও মানুষের চলাচল বন্ধ করল বন বিভাগ
- মা হারালেন রাখি সাওয়ান্ত
- যে কারণে নারী-পুরুষের বন্ধ্যত্ব হয়, চিকিৎসা
- পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪১
- ঠোঁটের চামড়া কেন ওঠে?

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়লো ৩০ জুন পর্যন্ত

করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আজ শেষ হয়। এরপর নতুন করে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
করোনা মহামারির কারণে সবশেষ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন রেডিও এবং সংসদ টিভিতে পাঠদানের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
আর গত ৫ এপ্রিল থেকে লকডাউন তথা মানুষের চলাচল ও সার্বিক কার্যক্রমে বিধি-নিষেধ আরোপ করা হয়। তা ৩০ মে পর্যন্ত অব্যাহত থাকবে। তবে ২৪ মে থেকে গণপরিবহন চালু করা হয়েছে।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: