Monday 13 May, 2024

For Advertisement

এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থী বহিষ্কার ২০, অনুপস্থিত ১০ হাজার ৯৩

7 September, 2023 10:51:19

দেশের ১১ শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বৃহস্পতিবার অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছেন ২০ জন শিক্ষার্থী। এদিন অনুপস্থিত ছিল ১০ হাজার ৯৩ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, এদিন ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৪৬ হাজার ৮ জন। এর মধ্যে ৯ লাখ ৩৫ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে শিক্ষার্থী অনুপস্থিত ছিলো মাদ্রাসা শিক্ষাবোর্ডে ২৯২৮ জন, ঢাকা শিক্ষাবোর্ডে ১৯০০ জন,চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৫২৭ জন, রাজশাহীতে ১১৩১ জন, বরিশালে ৫০১ জন, সিলেটে ৫৭০ জন, দিনাজপুরে ৯৪৭ জন, কুমিল্লায় ৭৩৩ জন, ময়মনসিংহে ৪৩৮ জন এবং যশোর শিক্ষাবোর্ডে ১৪৫ জন, কারিগরি বোর্ডে ২৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এদিকে সারাদেশে ২০ জন শিক্ষার্থী বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়ার শিক্ষার্থীদের মধ্যে সিলেট বোর্ডে ১০ জন, ঢাকা ২, চট্টগ্রাম ১, রাজশাহীতে ৩, ময়মনসিংহ ১, দিনাজপুর ১ জন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore