Friday 17 May, 2024

For Advertisement

ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ দুপুরে

23 November, 2021 10:17:33

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রকাশ করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

গত ২২ অক্টোবর ঢাকাসহ দেশব্যাপী বিভাগীয় শহরগুলোতে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক হাজার ২৫০ আসনের বিপরীতে লড়েন ২৭ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী ছিল প্রায় ২২ জন।

এর মধ্যে ‘গ’ ইউনিটে ঢাবির পরীক্ষাকেন্দ্রে অংশগ্রহণ করেন ১৭ হাজার ১৩৭ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৮১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ৫৫৯ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৬০৬ জন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৬ জন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৩৬২ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৭০ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯৫ জন।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর ‘কলা অনুষদভুক্ত খ ইউনিট’ এবং ৩ নভেম্বর ‘বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের’ ফলাফল প্রকাশ করা হয়।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore