Friday 19 April, 2024

For Advertisement

আজ রাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু

23 March, 2021 10:44:24

আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হবে।

এর আগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তিনটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। এই পর্যায়গুলোতে নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সে পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। পরবর্তীতে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না।

মূলত তিনটি ধাপে চূড়ান্ত আবেদন নেয়া হবে। প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদন মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে শনিবার (২৭ মার্চ) বিকাল ৩টা পর্যন্ত।

দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে শনিবার (২৭ মার্চ) রাত ৮টা থেকে এবং চলবে সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর তৃতীয় পর্যায়ে আবেদন শুরু হবে সোমবার (২৯মার্চ) রাত ১০টা থেকে এবং চলবে বুধবার (৩১ মার্চ) রাত ১২টা পর্যন্ত।

চূড়ান্ত আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১১০০টাকা (সার্ভিস চার্জসহ)। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৪ জুন।

এর আগে সোমবার সন্ধ্যায় আবেদনকারীদের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই জিপিএ প্রাপ্ত একাধিক প্রার্থীর ক্ষেত্রে এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হয়েছে।

চূড়ান্ত আবেদন করার ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ নির্ধারণ করা হয়েছে ‘এ’ ইউনিটে জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৫, মানবিক বিভাগের ৪.৪৩ এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ৪.৯২।

‘বি’ ইউনিটের আবেদনের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৫, মানবিক বিভাগের ৪.৫০ এবং বাণিজ্য শাখায় প্রাথমিক আবেদনকারীর সবাই চূড়ান্ত আবেদন করতে পারবে। আর ‘সি’ ইউনিটে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৫, মানবিক বিভাগের জিপিএ ৫ এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৪.৯২ থাকতে হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore