ইন্টারনেট
হোম / শিক্ষা / বিস্তারিত
ADS

কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ২ লক্ষাধিক শিক্ষার্থী

17 March 2021, 6:51:59

সারাদেশে একযোগে শুরু হচ্ছে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা। বৃহস্পতিবার (১৮ মার্চ) শুরু হয়ে এ পরীক্ষা চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত।

সারাদেশে মোট ১ হাজার ১৮৬টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বেফাক থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বছর ফযীলত, সানাবিয়া, মুতাওয়াসসিতাহ, ইবতেদাইয়্যাহ, তাহ্ফীযুল কুরআন এবং ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত শ্রেণীতে মোট ২ লাখ ৮ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নেবে।

এরমধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৮৪ জন এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪০৯ জন।

আগামী ২৯ মার্চ আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষা শুরু হবে। এতে ২২ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

করোনাভাইরাস মহামারীর কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো দেশের প্রায় ২২ হাজার কওমি মাদ্রাসাও বন্ধ ছিল। ১২ জুলাই থেকে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা চালুর অনুমতি দেয়া হয়।

পরে আগস্টের শেষ দিকে স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসার সব শ্রেণির পরীক্ষা ও ক্লাস পরিচালনার অনুমতি দেয় সরকার।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: