- মা হারালেন রাখি সাওয়ান্ত
- বাথরুমের বালতিতে উপুড় হয়ে পড়ে শিশু আফিফার মৃত্যু
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ পাচ্ছেন যারা
- এইচএসসির ফল ৮ ফেব্রুয়ারি
- এই সরকারের আমলে মানুষ বিচার পেয়েছে: স্পিকার
- ঠোঁটের চামড়া কেন ওঠে?
- যে কারণে নারী-পুরুষের বন্ধ্যত্ব হয়, চিকিৎসা
- ঋণ শৃঙ্খলা ভাঙল ১১ ব্যাংক
- ফিল্টার করা নাকি ফুটানো পানি পান করবেন
- ঢাকার যে তিন জায়গা থেকে থেকে পদযাত্রা শুরু করবে বিএনপি

পেঁয়াজ আমদানি শুরু, কমল দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়েছে। এতে হিলি খুচরা বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
আজ শুক্রবার সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, হিলি বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ার পর দাম কমেছে কেজিতে ৮ টাকা। গত বৃহস্পতিবার খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫০ টাকায়, শুক্রবার বিক্রি করা হচ্ছে ৪০ টাকা কেজি দরে।
হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়াতে দাম কমেছে কেজিতে ৮ টাকা। আমরা আমদানিকারকদের কাছ থেকে ৪৬-৪৭ টাকায় কিনে ৪০ টাকা কেজি দরে বিক্রি করছি’।
একমাস বন্ধ থাকার পর ইম্পোর্ট পারমিট (আইপি) পাওয়ায় আবারো ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এক সপ্তাহ পর পেয়াজের দাম আরো কমে আসবে বলে জানান তিনি।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: