ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

ঋণ নেওয়া নয়, দেওয়ার সময় এসেছে: অর্থমন্ত্রী

4 June 2021, 5:39:16

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আজ থেকে দুই বছর আগে আমি বলেছিলাম, আজ আমরা ঋণ নিচ্ছি। কিন্তু সময় এসে গেছে, আমরা আর ঋণ নেবো না, ঋণ দেবো। এখন আমাদের ঋণ দেওয়ার সময় এসেছে।’

শুক্রবার (৪ জুন) বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বাজেট ঘাটতি ও রাজস্ব আয়ের ভারসাম্য বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি সম্প্রসারণশীল। এখন বিভিন্ন দেশের কর্ণধার যারা আছেন, তারা সম্প্রসারণশীল অর্থনৈতিক নীতি অনুসরণের পক্ষে। আমাদের যে অবস্থান, শুধু এশিয়াতে নয়, সারা বিশ্বেই আমাদের অর্থনৈতিক অগ্রগতি আলোচনার বিষয়। আপনারা এটি মানেন আর না মানেন, এটিই সত্যি।‘

‘আমাদের যে জিডিপি, সে অনুপাতে ঋণ খুব বেশি বলা যাবে না। আমাদের জিডিপির সঙ্গে ঋণের অনুপাত ৪০ এর অনেক নিচে। এই অনুপাত কিন্তু ভারত-চীনের অনেক বেশি। ফলে, আমাদের যে ঘাটতি আছে, সেটি আমরা বহন করতে পারব’ বলেন তিনি।

আ হ ম মুস্তফা কামাল, ‘২০১৯ সালের ৩০ জুন আমাদের বিদেশি মুদ্রার রিজার্ভ ছিল ৩২ দশমিক ৭ বিলিয়ন ডলার। ঠিক এক বছর পর, ২০২০ সালের ৩০ জুন এই রিজার্ভ ছিল ৩৬ বিলিয়ন ডলার। এক বছরে প্রায় ৫ বিলিয়ন ডলার যোগ হয়েছে। এর পর ছয় মাসের মধ্যে ২০২০ সালের ডিসেম্বরে রিজার্ভ ৪৩ দশমিক ১ বিলিয়ন ডলারে উন্নীত হয়। কাল (বৃহস্পতিবার, ৩ জুন) বাজেট উত্থাপন করলাম, কালকে পর্যন্ত রিজার্ভ ছিল ৪৫ দশমিক ১ বিলিয়ন ডলার। দুই বছরের মধ্যে কিন্তু আমাদের বিদেশি মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার থেকে ৪৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। অর্থাৎ আমাদের সক্ষমতা আছে। আমাদের এখন ঋণ দেওয়ার সময় এসে গেছে, আমরা সেই সময়ের খুব কাছাকাছি আছি।‘

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: