Friday 17 May, 2024

For Advertisement

মঙ্গলবার ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

23 January, 2024 5:25:30

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার অঙ্কে বেড়েছে লেনদেনও। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসইতে এদিন ১ হাজার ১৭৬ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৩৪ কোটি ৭২ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪২ কোটি ২২ লাখ টাকার টাকার।

দিনভর লেনদেন হওয়া ৩৯৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ২২৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪০টির।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫৮ পয়েন্টে।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৫৮ পয়েন্টে।

সিএসইতে মঙ্গলবার ২৭৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০৬টির দর বেড়েছে, কমেছে ১৫০টির এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore