Sunday 7 December, 2025

For Advertisement

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো আরও একমাস

1 December, 2021 10:37:09

আয়কর রিটার্ন দাখিল করার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ব্যক্তি পর্যায়ে করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর পরিবীক্ষণ ও সমন্বয়) দীপক কুমার পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ১৮৪জি’তে (184G) প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বাের্ড কোভিড-১৯ পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে ব্যক্তি শ্রেণীর করদাতার ২০২১-২২ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর ২০২১ হতে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বর্ধিত করলো।

করোনা মহামারির কারণে গত বছরের মতো এ বছরও আয়কর মেলা হয়নি। এর পরিবর্তে দেশজুড়ে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে রিটার্ন জমা নেওয়া হচ্ছে।

এনবিআর জানায়, দেশের প্রায় ৭০ লাখ শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) আছেন। যাদের মধ্যে প্রায় ২৫ লাখ টিআইএনধারী নিয়মিত রিটার্ন জমা দেন।

তবে এনবিআর সূত্রে জানা গেছে, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ১৪ লাখের বেশি রিটার্ন জমা পড়েছে।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছরের ৩০ নভেম্বর পূর্ববর্তী অর্থবছরের আয়কর বিবরণী দাখিলের শেষ দিন। তবে করোনা মহামারির কারণে গত বছরও আয়কর বিবরণী দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore