Saturday 18 May, 2024

For Advertisement

পুঁজিবাজারে সূচকের কিছুটা উত্থান

15 November, 2021 5:17:57

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের কিছুটা উত্থানের মধ্যে দিয়ে শেষ হয়েছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারের লেনদেনের। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে এক হাজার ৪২১ কোটি চার লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩০৯ কোটি ৬৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ১১১ কোটি ৩৫ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৯৪১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ০৭ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, দর কমেছে ২২৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির।

এদিকে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। সার্বিক সূচক ২৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৩২২ পয়েন্টে অবস্থান করছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore