সর্বাত্মক লকডাউনে শেয়ারবাজার খোলা ৪ দিন
সর্বাত্মক লকডাউনে ব্যাংক কার্যক্রমের সঙ্গে মিল রেখে শেয়ারবাজারে লেনদেন হবে সপ্তাহে চার দিন। এ ছাড়া বৃহস্পতিবার ব্যাংক হলিডে এবং শুক্র, শনি ও রবিবার এই তিন দিন ব্যাংক বন্ধ থাকার কারণে বন্ধ থাকবে শেয়ারবাজার। সোমবার থেকে শুরু হবে শেয়ারবাজার, লেনদেন চলবে বেলা ১টা পর্যন্ত।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন এ সময়সূচি নির্ধারণ করেছে। এ সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শেয়ারবাজারের লেনদেন চালু থাকবে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, আগামী সোমবার থেকে নতুন এ সময়সূচি কার্যকর করা হবে।
তিনি আরও বলেন, ব্যাংক হলিডের কারণে বৃহস্পতিবার শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। আর বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী রবিবার ব্যাংক বন্ধ থাকবে। আগামী সোমবার থেকে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন হবে। এই লেনদেনে বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: