টানা ৪ দিন ব্যাংক বন্ধ, সোমবার থেকে নতুন সময়সূচি
30 June 2021, 5:38:28
করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে আগামীকাল (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত জনসাধারণের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে অর্থবছরের শুরুর দিন ‘ব্যাংক হলিডে’হিসেবে ১ জুলাই (বৃহস্পতিবার) ব্যাংকগুলোতে লেনদেন হবে না। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রবিবারও ব্যাংক বন্ধ থাকবে। অর্থাৎ টানা চারদিন ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। বিধি-নিষেধ চলাকালে প্রতি সপ্তাহে রবিবার ব্যাংক বন্ধ থাকবে। সেক্ষেত্রে সপ্তাহে চারদিন ব্যাংক লেনদেন হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: