ইন্টারনেট
হোম / শিল্প-সাহিত্য / বিস্তারিত
ADS

আরো দুই বছর শিল্পকলা একাডেমির মহাপরিচালক লাকী

30 March 2023, 2:14:39

সপ্তমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেলেন নাট্যজন লিয়াকত আলী লাকী। আগামী দুই বছরের জন্য আবারও তাকে মহাপরিচালক হিসেবে পাওয়া যাবে। এ নিয়ে টানা সাতবার এই পদের দায়িত্ব পেলেন তিনি।

বুধবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক এ নিয়োগের কথা বলা হয়। বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে, ২০১১ সালের ৭ এপ্রিল প্রথম মহাপরিচালক হিসেবে শিল্পকলার দায়িত্ব নেন লাকী। এরপর ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ সালের ২৭ মার্চ ও ২০১৮ সালের ১০ এপ্রিল একই পদে ফিরেন তিনি। সর্বশেষ ২০২০ সালে তিন বছর মেয়াদে এই পদ পান তিনি। এবার তিনি এই পদে সপ্তমবারের মতো আসীন হলেন।

লিয়াকত আলী লাকী এর আগে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। বাংলা একাডেমির সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: