ইন্টারনেট
হোম / শিল্প-সাহিত্য / বিস্তারিত
ADS

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘বীরাঙ্গনা ৭১’

28 December 2022, 10:11:48

মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনী দ্বারা সম্ভ্রম হারানো বীরাঙ্গনাদের গল্প নিয়ে নির্মাতা এম সাখাওয়াৎ হোসেন নির্মাণ করেছেন সিনেমা ‘বীরাঙ্গনা ৭১’। চলতি বছরের শেষ সিনেমা হিসেবে শুক্রবার (৩০ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শাহেদ শরীফ খান ও চিত্রনায়িকা শিরিন শিলা।

মুক্তিকে সামনে রেখে বুধবার (২৮ডিসেম্বর) রাজধানীর মগবাজারের এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এসময় এখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা কাজী হায়াৎ, মুশফিকুর রহমান গুলজার, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, মঞ্চ অভিনেতা ঝুনা চৌধুরী, অভিনেতা খলিলুর রহমান কাদেরীসহ সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

সংবাদ সম্মেলনে শিরিন শিলা বলেন, ‘এটা আমার পরম সৌভাগ্য যে একজন বীরাঙ্গনার ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছি। এই সিনেমার কাজ শুরু হয়েছিল বছরের শুরুর দিকে। বেশ ভালোভাবেই কাজটি নির্মাতা শেষ করেছেন। চলতি মাসের শেষপ্রান্তে মুক্তি পাচ্ছে এটি। চলতি বছরে এটাই আমার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা। বীরাঙ্গনা চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমি অনেক কষ্ট করেছি।’

নায়িকা বলেন, ‘আমি ৭১ দেখেছি। তখন বয়স ছিল ১২ বছর। তখনকার পাক সেনাদের অমানবিক নির্যাতন দেখেছি। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মুক্তিযুদ্ধের নিয়ে সিনেমা হবে আশা করি। সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার অনুরোধ করছি৷’

কাজী হায়াৎ বলেন, ‘এই বিজয়ের অর্জনে যা ঘটেছিল তার প্রধান ছিল নারীদের সম্মান। সেই বীরাঙ্গনা নিয়ে এই সিনেমা। এইসব সিনেমা নির্মাণ করার জন্য খুব কম লগ্নিকারক থাকে। সাধারণত মুক্তিযুদ্ধের সিনেমা অনুদানে নির্মিত হয়। তবে মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমাটি নির্মাণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’

অভিনেতা প্রাণ রায় বলেন, ‘মুক্তিযুদ্ধ দেখেনি, ছোটবেলায়ও তেমন জানতে পারিনি। এসব চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা জানতে পারব। খুবই ইমোশনাল একটা সিনেমা এটি। অনেক শীতের মধ্যে শুটিং করতে হয়েছে। সিনেমার বাজেটও বেশি ছিল না। তারপরও এর সাথে জড়িত সংশ্লিষ্টরা নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করেছি।’

সিনেমাতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ঝুনা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, সুমনা সোমা, ইমতু রাতিশ, মৌরি মাহাদি, প্রাণ রায়, বড়দা মিঠু, আশরাফ কবির, আহেমদ সাব্বির রোমিও প্রমুখ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: