Saturday 27 April, 2024

For Advertisement

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির স্মারক গ্রন্থ ‘ইতিহাসের মহানায়ক’

4 April, 2021 7:48:09

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে বিশেষ স্বারক গ্রন্থ ‘ইতিহাসের মহানায়ক’ প্রকাশ করেছে।

রবিবার দুপুরে সমিতি ভবনে এই স্বারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। এসময় সমিতির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, সহ-সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ ইমতিয়াজ ফারুক, কার্যনির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির প্রমুখ আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় এএম আমিন উদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইনজীবী, আদালত, আইনের শাসন ও বিচার বিভাগ নিয়ে কি ভেবেছেন সে বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতেই আমাদের এই প্রকাশনা।

তবে এই স্বারকগ্রন্থের বিষয়ে সমিতির এক বিবৃতিতে বলা হয়, উক্ত স্মারক গ্রন্থে বঙ্গবন্ধুর বর্নাঢ্য কর্মময় জীবন, বাঙালীর জাতিসত্ত্বার আত্মপ্রকাশে তার রাজনৈতিক সংগ্রাম, আত্মত্যাগ এবং স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে তার স্বপ্নের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষনমুলক ও স্মৃতিচারণমূলক লেখা প্রকাশিত হয়। স্মারক গ্রন্থে যাদের লেখা প্রকাশিত হয়েছে তারা হলেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, বিচারপতি ইমান আলী, আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান, রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, আবদুল বাসেত মজুমদার, সৈয়দ রেজাউর রহমান, ড. হারুন-অর-রশিদ, অধ্যাপক ড. মীজানুর রহমান, ঢাবির সাবেক উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. মিজানুর রহমান, সাংবাদিক হারুন হাবিব, কাশেম হুমায়ুন, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, মো. মনিরুজ্জামান, ইমতিয়াজ ফারুক, মোহাম্মদ বাকির উদ্দিন ভুইয়া, মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ মশিউর রহমান।

বিবৃতিতে বলা হয়, ‘বইটিতে খসড়া শাসনতন্ত্র নিয়ে পাকিস্তান আইন পরিষদে শেখ মুজিবের ভাষণ, আগরতলা ষড়যন্ত্র মামলায় তার জবানবন্দি, খসড়া সংবিধান প্রসংগে গনপরিষদে বঙ্গবন্ধুর ভাষনসহ বেশ কিছু বিষয় উল্লেখিত হয়েছে। পাশাপাশি ১৯৭১ সালের ডিসেম্বর ও ১৯৭২ সালের জানুয়ারীতে যখন জাতির পিতাকে পাকিস্তান মুক্তি দিতে তালবাহান করে তখন তৎকালীন ঢাকা হাইকোর্ট বার এসোসিয়েশন কর্তৃক গ্রহণকৃত গুরুত্বপুর্ন রেজুলেশনের বিষয়টিও এ গ্রন্থে স্থান পেয়েছে। একইসাথে ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট উদ্বোধনী ভাষণের পুরো অংশ এতে সংযোজন করা হয়েছে।’
— কালের কন্ঠ

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore