- নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষকদের বাধা দিলে ৭ বছর পর্যন্ত জেল
- বাড্ডায় মিষ্টির দোকানে আগুন
- কেজিতে ১০০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম
- দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- বিএনপিকে সংলাপে নয়, অনানুষ্ঠানিক আলোচনায় ডেকেছি: সিইসি
- রমজান মাসে খোলামেলা ছবি, বিপাকে নুসরাত
- রোজা অবস্থায় যেসব কাজ মাকরুহ
- কম তেলে রান্না
- তরুণদের মধ্যে যে কারণে বাড়ছে হৃদরোগ
- ব্যাংক কোম্পানি আইনে আইএমএফ’র শর্ত

লকডাউনে বন্ধ থাকবে বইমেলা

কয়েকদিন ধরে করোনাভাইরানের সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। এমন পরিস্থিতিতে লকডাউনের সময় বইমেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার বিকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। বাংলা একাডেমির জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
বৈঠকের আগে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেছিলেন, সরকার এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। তাই এ অবস্থায় বইমেলা চলবে নাকি বন্ধ করে দেওয়া হবে তার জন্য বিকালে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে প্রকাশক ও বাংলা একাডেমির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এর কিছু সময় পরই সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ লকডাউনে বইমেলা বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিবছরের ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হলেও প্রাণঘাতী ভাইরাস করোনার কারণে এবার প্রাণের এই মেলা পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হয়। সেদিন বিকালে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে মেলা। অন্যান্য দিনগুলোতে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলে। কিন্তু দেশে করোনার সংক্রমণ বেড়ে গেলে ৩১ মার্চ বইমেলার সূচি পরিবর্তন করে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত করা হয়।
এরপর আজ সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে বলে জানায়। এরপরই লকডাউনে বইমেলা বন্ধ করার বিষয়টি জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: