Friday 26 April, 2024

For Advertisement

বুধবার থেকে নাটোরে ৭ দিনের কঠোর লকডাউন

8 June, 2021 10:30:37

ধবার (৯ জুন) থেকে ১৫ জুন পর্যন্ত নাটোর সদর ও সিংড়া পৌরসভা এলাকায় সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার (০৭ জুন) রাত ১১টায় করোনা সংক্রান্ত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সোমবার দিবাগত রাত সোয়া ১টার নাটোরের জেলা প্রশাসক মোহামদ শাহরিয়াজ লকডাউনের ঘোষণা দেন।

তিনি জানান, লকডাউন চলাকালে জরুরি পণ্য সরবরাহ চালু থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে নাম, এছাড়া বাইরে গেলে মাস্ক পরিধান বাধ্যতামূলক। আজ (০৮ জুন) বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন – ডেসটিনি-যুবকের পর এসপিসি, হাতিয়েছে ৬০০ কোটি টাকা

এদিকে, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে যেখানে শনাক্তের হার ৬৭ দশমিক ৩০ শতাংশ। তার আগের দিন এই হার ছিল ৫১ শতাংশ।

নাটোর জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫০১ জন, মৃত্যু হয়েছে ২৮ জনের। সোমবার বিকেলে পর্যন্ত আক্রান্ত লোকজনের মধ্যে সদর হাসপাতালে ৩১ শয্যার বিপরীতে ভর্তি আছেন ৩৯ জন এবং হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৩৪৫ জন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore