বেপরোয়া গতির ট্রাকচাপায় প্রাণ গেল ২ মাদ্রাসাছাত্রের
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের শিমুলতলী মোহাম্মদিয়া ফোরকানিয়া মাদ্রাসার সামনে বসুরহাট টু পেশকারহাট রাস্তার মাথা পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো গাজী মো. আশকার (১০) চরকাঁকরা ৬নং ওয়ার্ডের কামরুজ্জামান শাহানুরের ছেলে ও একই ওয়ার্ডের শহীদুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা স্থানীয় দারুল আকরাম মাদ্রাসাছাত্র। নিহতরা সম্পর্কে মামা ও ভাগ্নে।
কোম্পানীগঞ্জ থানার এসআই মো. নিজাম উদ্দিন বলেন, সকালে মনিরুজ্জামান কোরাইশি ইফাস (২৩) তার ভাই আশকার ও ভাতিজা মিনহাজুল ইসলামকে মোটরসাইকেলে পৌঁছে দিতে বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ডের দারুল আক্রাম মাদ্রাসায় যাচ্ছিলেন।
সকাল ৭টার দিকে বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের শিমুলতলী মোহাম্মদিয়া ফোরকানিয়া মাদ্রাসার সামনে বসুরহাট টু পেশকারহাট রাস্তার মাথা পাকা সড়কে পৌঁছলে বিপরীতগামী একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুই মাদ্রাসাছাত্র নিহত হয় এবং আহত হয়েছেন মোটরসাইকেলচালক মো. মনিরুজ্জামান।
তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: