কক্সবাজারে বজ্রপাতে দু’জনের মৃত্যু
কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন।
রোববার বিকাল সাড়ে ৫টায় মহেশখালী উপজেলার নির্মাণাধীন মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের জেটি ঘাট এবং কুতুবদিয়া উপজেলার লেমশিখালী সিকদার পাড়ায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: মোহাম্মদ জিলানী (২৭) এবং আব্দুর রহমান (৬৫)।
এদের মধ্যে মোহাম্মদ জিলানী মহেশখালীতে নির্মাণাধীন মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। অন্যজন লবণ শ্রমিক।
করোনা মিডেল এ্যাড
মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানিয়েছেন, রোববার বিকালে বজ্রপাতের ঘটনায় নির্মাণাধীন মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছে।
স্থানীয়দের বরাতে আব্দুল হাই বলেন: নির্মাণাধীন মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের জেটি ঘাটে প্রতিদিনের মত কাজ করছিল ৪/৫ জন শ্রমিক। এসময় আকস্মিক বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রপাতের ঘটনায় দুই শ্রমিক আহত হয়। ঘটনাস্থলে উপস্থিত অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে প্রকল্প এলাকায় স্থাপিত প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।
অন্যদিকে একই সময়ে পৃথক বজ্রপাতের ঘটনায় কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়নের সিকদার পাড়ায় আব্দুর রহমান নামের এক লবণ শ্রমিক নিহত হয়েছে বলে জানান কুতুবদিয়া থানার ওসি মো. জালাল উদ্দিন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন: রোববার বিকালে লেমশিখালী ইউনিয়নের সিকদার পাড়ার স্থানীয় লবণ মাঠে কাজ করছিল ৩/৪ জন শ্রমিক। এসময় আকস্মিক বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ঘটনা ঘটে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: