ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

মধ্যরাতে মানিকগঞ্জে স্কুলের বাসে আগুন, দগ্ধ ১

14 November 2025, 5:47:45

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মধ্যরাতে একটি স্কুলের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের চালক পারভেজ খান (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই নাশকতা ঘটে। চালক পারভেজ খান (৪৫) সদর উপজেলার বারাইবিকুরা গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল ও কলেজের একটি বাস ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করা ছিল। চালক পারভেজ খান বাসেই ঘুমিয়ে ছিলেন। রাত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে শিবালয় থানার পুলিশ বাসের চালককে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: