- আগামী শিক্ষাবর্ষে সব বিশ্ববিদ্যালয়ে অভিন্ন ভর্তি পরীক্ষা
- এবার দুবাইয়ে আরাভ খানের খোঁজে পুলিশ
- রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২
- ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল
- বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আজ
- ব্যর্থ বিএনপি সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে: কাদের
- বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত
- রোজা কবে শুরু, জানা যাবে বুধবার
- আমরা কারও সঙ্গে যুদ্ধ চাই না, শান্তি চাই: প্রধানমন্ত্রী
- মুগদায় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে চালকের সহকারী নিহত

ঈদ বোনাসের দাবিতে ট্রাকচালক-শ্রমিকদের সড়ক অবরোধ

দিনাজপুরে ঈদ বোনাসের দাবিতে নয়নপুর ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সামনে রাস্তায় ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে দুই ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছে ট্রাকচালক ও শ্রমিকরা। এতে করে দিনাজপুর-রংপুর মহাসড়কে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের (রেজি. নং রাজ-২৪৫) চালক ও শ্রমিকরা এই অবরোধ করেন।
ট্রাকচালক শফির উদ্দিন শাহ রুবেল বলেন, ৩০ বছর ধরে গাড়ি চালাই। সংগঠন থেকে প্রতিবছর ঈদের জন্য একটা বোনাস থাকে চালক ও শ্রমিকদের জন্য। নেতারা চালক ও শ্রমিকদের সে টাকা না দিয়ে নামধারী শ্রমিক ওয়ার্কশপ মালিক মোজাফ্ফর, পান দোকানদার চুন্নু, ভ্যানচালক গোলাদের টাকা দিয়েছে। অথচ রানা, মাসুদ, রাসেলসহ যারা প্রকৃত চালক ও শ্রমিক তারা এ বোনাস পাচ্ছেন না।
আরেক ট্রাকচালক মোস্তাফিজ বলেন, নেতারা আমাদের ঈদ বোনাস দেবে বলে আমাদেরকে ডেকেছেন। এখানে এসে দেখি আমাদের নাম নেই। যারা এ সংগঠনের না তাদের ঈদ বোনাসের টাকা দেওয়া হচ্ছে। অথচ দশ বছর ধরে পঙ্গু হয়ে থাকা শ্রমিককে নেতারা টাকা দিচ্ছেন না। তাই আমরা রাস্তা অবরোধ করেছি।
রাস্তা অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বীরগঞ্জ থেকে আসা শফিক বলেন, বাসা থেকে জরুরি কাজে দিনাজপুর এসেছি। এখানে শ্রমিকরা রাস্তায় বেরিকেড দিয়ে রেখেছেন। কোনো যানবাহন যাতায়াত করতে পারছে না। তাই গাড়ি থেকে নেমে হেঁটেই শহরের দিকে যাচ্ছি।
এ ব্যাপারে জানতে দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদাকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোনাস দেয়া হবে- এই আশ্বাসের প্রেক্ষিতে ট্রাকচালক ও শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছেন।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: