Friday 17 May, 2024

For Advertisement

এবার নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

4 April, 2024 4:41:41

নরসিংদীর রায়পুরার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ৬ সকালে আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার ব্রিজে কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন, পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের চরমাহমুদপুর গ্রামের রশিদ পাঠানের ছেলে নগদের সুপারভাইজার দেলোয়ার হোসেন ওরফে কামাল পাঠান (৫০)। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সাবেক সদস্য । একই উপজেলার ইছাখালী গ্রামের মৃত আমির চাঁন মিয়ার ছেলে নগদের মাঠ কর্মীর শাহিন মিয়া (২৫)।

নগদের নরসিংদী ব্রাঞ্চের ডিস্ট্রিবিউটর শহিদ মিয়া জানান, সকালে নগদের নরসিংদী ব্রাঞ্চ থেকে রায়পুরা ব্রাঞ্চে টাকা নিয়ে যাওয়ার সময় অজ্ঞাত দুই লোক নগদের দুই কর্মীর মোটরসাইকেল থামিয়ে গুলি করে। এসময় তারা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত অন্য মোটরসাইকেলে ঘটনাস্থল থেকে সরে পড়ে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত শারমীন জানান, দুইজনকেই গুলিবিদ্ধ অবস্থায় আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, আমি ঘটনাস্থলে ঘুরে দেখেছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore