ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

28 October 2023, 6:17:35

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গতি রেখে নূন্যতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে গাছায় ১০টি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা মালেকের বাড়ি এলাকায় বিক্ষোভের ঘটনা ঘটে।

শ্রমিকরা লাঠিসোঠা নিয়ে মহাসড়কের পাশে কয়েকটি মার্কেট লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল গিয়ে সতর্ক অবস্থান নিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়।

পুলিশ জানায়, মালেকের বাড়ি এলাকার তুসুকা গার্মেন্টের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে সকালে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় আশপাশের টিআরজেট গার্মেন্ট, কলম্বিয়া গার্মেন্টসহ প্রায় ১০টি গার্মেন্টের শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দিয়ে বিক্ষোভে অংশ নেন। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন ওই পথে চলাচলকারী যাত্রী সাধারণ। পরে পুলিশ বিক্ষুদ্ধ শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বিক্ষুদ্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: