ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

পোস্টারে ছেয়ে গেছে গাজীপুর নগর, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

13 May 2023, 10:25:21

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আটঘাট বেঁধে মাঠের প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে গাজীপুর নগর। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা।

সরজমিনে দেখা যায়, গাজীপুর সিটি করপোরেশন এলাকার প্রতিটি সড়ক প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। টঙ্গী, নতুন বাজার, টিএন্ডটি বাজার, কলেজ গেইট, আউচ পাড়া, সাতাইশ, চৌরাস্তা, পূবাইল, মাজুখান, মিরের বাজারসহ বিভিন্ন সড়কে মোড়ে বৈদ্যুতিক খুটি ও গাছে রশি দিয়ে সাটানো হয় এসব পোস্টার। এছাড়া ছোট হ্যান্ড পোস্টার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা।

হারবাইদ এলাকার ব্যবসায়ী নাজমুল ইসলাম বলেন, দুদিন আগে থেকে এলাকায় রশি টাঙিয়ে পোস্টার সাটানো হচ্ছে। এছাড়া প্রতিটি মার্কেটে ভোটারদের কাছে প্রার্থী ও সমর্থকরা প্রতীকযুক্ত পোস্টার দিয়ে যাচ্ছেন। বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর পোস্টার বেশি।

৪০নং ওয়ার্ডের লাঠিম প্রতীকে কাউন্সিলর প্রাথী আজিজুর রহমান শিরিশ বলেন, প্রতীক পাওয়ার পরই প্রচারণায় নেমেছি। ভোটারদের কাছে যাচ্ছি। সকলের দোয়া ও ভোট চাই।

৪১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রাথী আমজাদ হোসেন মোল্লা বলেন, আমি গরিব দুঃখী মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকবো, আমি কাউন্সিলর নির্বাচিত হতে পারলে এ ওয়ার্ডকে পরিস্কার পরিচ্ছন্ন করবো।

গাজীপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২৫ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সর্বশেষ হালনাগাদকৃত ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লক্ষ ৯২ হাজার ৭৬২ জন। মহিলা ভোটার ৫ লক্ষ ৮৬ হাজার ৬৯৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১৮ জন। নির্বাচনের মোট ৪৮০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। গাজীপুর সিটিতে ৫৭টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আছেন ২৪৩ জন। সংরক্ষিত আছেন ৭৮ জন এবং মেয়র পদে ৮ জন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: